- 274 people like this.
- Asma Hasan এই রায় মানি নাই
রাজাকারের ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
এই রায় মানি নাই
বিচারপতি নিরব কেন?
জবাব চাই জবাব চাই
জবাব চাই জবাব চাই
বিচারপতি নিরব কেন?
যদি শত খুনে ফাঁসি নাই
আমি খুনি হইতে চাই
রাজাকারের মাফ নাই
এক দাবি কল্লা চাই - Ahsan Ali Syed তোমার দুই মাসের জেল খাটার দরকার করে না । যদি প্রসিকিউশন কাদের মোল্লার বিরুদ্ধে আরো নতুন মামলা দেয় তবে এখন অনেক সাক্ষি পাওয়া যাবে যারা এর আগে জানের ভয়ে সাক্ষি দিতে পারে নি । এখন গন জাগরনের সামনে সাক্ষিরা সাহস পাবে । আর তা’ছাড়া আমরা জানি কাদের মোল্লা ইসলামি ছাত্র সংঘের নেতা ছিল । ‘ইসলামী ছাত্র সংঘ’ যদি ১৯৭১ সালে আল বদর বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয় (সংক্ষিপ্ত রায়ের অনুচ্ছেদ ৮ দ্রষ্টব্য), তাহলে এ সিদ্ধান্ত-নীতি বাস্তবায়নের দায়িত্বে কাদের মোল্লা অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করেছে। এটি আর প্রমাণের অপেক্ষা রাখে না যে, সে তার ইউনিটের সভাপতি হিসেবে আল বদরদের পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নে অধীনস্তদের সংগঠিত করেছে। অতএব, ১৯৭৩ সালের আইনের ৪(২) ধারা অনুযায়ী কাদের মোল্লার অপরাধের দায়বদ্ধতা শুধুমাত্র একজন ব্যক্তি হিসেবেই নয়, বরং একটি সংগঠিত বা অর্গানাইজড ইউনিটের নেতা হিসেবেও (Superior Responsibility) আনা দরকার ছিল। সংঘটিত অপরাধসমূহের দায়বদ্ধতা যদি একজন ব্যক্তি হিসেবে তার কম হয়েও থাকে, ইউনিটপ্রধান হিসেবে তার অপরাধের দায়বদ্ধতা ছিল অনেক বেশি। তবে বিজ্ঞ প্রসিকিউশন কাদের মোল্লার অপরাধের দায়বদ্ধতা শুধুমাত্র ১৯৭৩ সালের আইনের ৪(১) ধারা অনুযায়ী এনেছে। বিজ্ঞ প্রসিকিউশন ৪(২) ধারা অনুযায়ী কাদের মোল্লার উপর অপরাধের দায়বদ্ধতা অর্পণে ব্যর্থ হয়েছে। এখানে উল্লেখ্য যে, অপরাধের দায়বদ্ধতা ১৯৭৩ সালের আইনে ৪(১) এবং ৪(২) ধারা অনুযায়ী যুগপৎ আনা সম্ভব; এক্ষেত্রে আইনি কোনো নিষেধাজ্ঞা নাই। তাই হতাশ হবার কোন কারন দেখিনা । কাদের মোল্লা আপাতত: কিছুদিন মালির কাজ করুক । পরে নতুন মামলার আওতায় তার ফাঁসি নিশ্চিত করা হবে ।
- Shah Giashuddin Cool ! I think we can share the job and may be couple hours in Jail ! Loved the idea !!
- Rasel Ahmed http://www.facebook.com/photo.php?fbid=462365890497045&set=a.369268039806831.81724.368594186540883&type=1&theaterস্লোগানে স্লোগানে শাহবাগ আজ বিশ্বের সর্বাধিক তারুন্যের মিলনমেলা। সবাই আজ তরুন। আসুন দ্বিতীয় যুদ্ধে সামিল হই...
- 174 people like this.
- Rashed Hassan Nobel https://m.facebook.com/ShahbagMor?refid=52&ref=stream&_ft_=fbid.143636892462564প্রজন্ম চত্বর, শাহবাগ মোড়ের এই আন্দোলন চলছে গত ০৫.০২.২০১৩ থেকে। আশা করি এই আন্দ...See MorePage: 9,431 like this
- Rashed Hassan Nobel একটা শিবির ছাগ পেজ এর লিঙ্ক দিলাম . আন্দোলন ভিন্ন দিকে নিয়ে প্রপাগাণ্ডা ছড়াতে চাচ্ছে
- ডানাহীন পাখি কিছু রাজাকার ছাগু গুলারে পিটাইয়া ফাকিস্তানে পাঠাইতে মন চাইতেছে , ভাদার বাচ্চারা এই পেইজে আইসাও উল্টা পাল্টা কমেন্ট করে :-> কত্ত বড় সাহস
- Linkkon Tarikul Islam গর্জে ওঠো বাঙ্গালী, গর্জে ওঠো বাংলাদেশ। তিরিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা বোনের ঋণ শোধের সময় এসেছে। একজন বাঙালি হিসাবে বলছি সময় এসেছে ঋণ শোধের ..কাদতে আসি নাই ফাসির দাবি নিয়া আসছি ।মরতে আসি নাই বাচার মত বাচতে আসছি । শিবির দরে নাস্তা কর ভাত মাছ দিয়ে খাবার খাও ।স্বাধীন করেছ তোমরা এখন পরিস্কার করবো আমরা তোমরা অপর থেকে দুয়া কর আমাদের জন্য......।
- Sanjoy Barua Chowdhury http://ireport.cnn.com/docs/DOC-924538ireport.cnn.comI did not see liberation war in the year 1971, because I did not born.I did not ...See More
বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৩
শাহবাগে সাইবার যুদ্ধ ৬৯
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন