স্লোগানে মুখরিত শাহবাগ। এসব স্লোগান যেনো
ছড়িয়ে পড়ছে টেকনাফ থেকে তেতুলিয়া। স্বাধীনতাপ্রিয় দেশপ্রেমিক মানুষ
যারাই শাহবাগে যাচ্ছেন তাদের সবাইকে মিছিল আর স্লোগানে উজ্জীবিত না হওয়ার
কোনো সুযোগ নেই। জয়বাংলা, জয় বাংলাদেশ বীর বাঙালির হাতিয়ার-গর্জে ওঠ
আরেকবার/জামায়াত মারার হাতিয়ার-শিবির মারার হাতিয়ার গর্জে ওঠ আরেকবার/
দালালদের আস্তানা-আপসের আস্তানা-সমঝোতার আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে
দাও/সাম্প্রদায়িকতার আস্তানা-রাজাকারের
আস্তানা-জামায়াতের আস্তানা ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও/ জ্বালো-জ্বালো আগুন
জ্বালো/ আয় রে আয় ডাক দিয়েছে মায়, অস্তিত্বের সংগ্রামে আজ জোট বাঁধ
সবাই/পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তানেই ফিরে যা/লাখো শহীদ ডাক পাঠালো
সারা বাংলায় খবর দে, সারা বাংলা ঘেরাও করে জামায়াত-শিবির কবর দে/কারা মোর
ঘর ভেঙ্গেছে স্মরণ আছে/ জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়,
বাংলাদেশের মাটিতে জামায়াত-শিবিরের ঠাঁই নেই/আমাদের ধমনীতে শহীদের রক্ত/
শহীদের রক্ত বৃথা যেতে দেব না, তোমার আমার ঠিকানা শাহবাগ-শাহবাগ/ ক-তে
কাদের মোল্লা/তুই রাজাকার তুই রাজাকার/ ন-তে নিজামী/ তুই রাজাকার তুই
রাজাকার/ ম-তে মুজাহিদ/ তুই রাজাকার তুই রাজাকার/ গ-তে গোলাম আযম/ তুই
রাজাকার তুই রাজাকার। এ রকম শত শত স্লোগান আর গানে মুখরিত শাহবাগ ... by
Niloy Sobhan
- Dextrose Glucose দক্ষিনবঙ্গে জামাতি দুই পত্রিকা নয়া দিগন্ত আর আমার দেশ জালিয়ে দিয়েছে উত্তেজিত জনতা......
জয় বাংলা - Luciferzisad Zisad আমার মা গো, তোর চোখে কেন জলের ধারা?
দুশমনে রুখিতে তোর এক পুত্র দিল প্রাণ,
মা, দেখ আজ তোরে মা বলে ডাকে হাজার সন্তান - Gazi Makhdum Hossain https://www.facebook.com/photo.php?fbid=431315706948519&set=a.213255822087843.53206.160501724029920&type=1&ref=nfযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পুরো দেশ সোচ্চার... শাহবাগের পুরো রাস্তায় মানুষের...See More
- Swapan Chakraborty গোলাম আযম বাংলা ছাড়; কাদের মোল্লা বাংলা ছাড়, সাঈদী তুই বাংলা ছাড়, সাকা তুঈ বাংলা ছাড় --সব রাজাকার, আল্বদর বাংলা ছাড়, জামাত-শিবির বাংলা ছাড়।।
- Linkkon Tarikul Islam যুদ্ধাপরাধের ফাসি হবে এই চাওয়া বর্তমান প্রজন্মের। তুই রাজাকার তুই রাজাকার,ফাসি হউক এটাই চাই। একটু লক্ষ রাখুন যে জামাত/শিবিরের ছাগু গুলা এই কসাই কাদেরের মুক্তি ও মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতে উঠে পরে লেগেছে।এমন কি নিজের দেশের মা বোনদের বেশ্যা বলতেও দ্বিধা করছে না। জামাতের এই বেজন্মা গুলো কি মনে করেছে ওদের বাঁচানোর জন্য আন্দোলন করে গাড়ি ভাংচুর করে মুক্তি করে নেবে শীর্ষ রাজাকার দের।আমি শাহবাগে অবস্থান রত আন্দোলন কারিদের কাছে বিনীত অনুরোধ করবো। জামাত শিবিরের এই ছাগু গুলোরে ধরে ধরে মুখে চুনকালি মাখিয়ে শাহবাগ মোড়ে বেঁধে রাখা হউক আর ওদের দেখানো হউক... কত টা কষ্ট আর খোব থাকলে মানুষ এতটা প্রতিবাদী হতে পারে দল মত নির্বিশেষে ...
- Swapan Chakraborty একটা খুনের শাস্তি ফাঁসি, খুনী কাদের মোল্লা খুন করেছে ৩৬৮, তার ষুধু ফাঁসি হলেই হবে না-ফাঁসির পর তার মৃতদেহ চিড়িয়াখানায় পশুদের খাদ্য হিসাবে দিতে হবে...গোলাম আযম, সাঈদী, নিজামী, মুজাহিদ সহ সকল যুদ্ধাপরাধীদের একই বিচার হোক।। এটাই দাবী গণমানুষের--জেগেছে জনতা আজ--বিচার হবে যুদ্ধবাজ ---
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন