পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৩

শাহবাগে সাইবার যুদ্ধ ৬৯







  • 274 people like this.
  • Sifat Oshan me too.......
  • Mohammed Tanjirul Islam hahahaha sabsh bhai chaguder rokto shob kutta ke khwabo amra...
  • Asma Hasan এই রায় মানি নাই
    রাজাকারের ফাঁসি চাই

    রাজাকারের ফাঁসি চাই
    এই রায় মানি নাই

    বিচারপতি নিরব কেন?
    জবাব চাই জবাব চাই

    জবাব চাই জবাব চাই
    বিচারপতি নিরব কেন?

    যদি শত খুনে ফাঁসি নাই
    আমি খুনি হইতে চাই

    রাজাকারের মাফ নাই
    এক দাবি কল্লা চাই
  • Kamrul Hasan Chomon ami toke khun kore shara jibon karagare thakte chai........
  • Ghosh Tapan ami ek mot aponader sate
  • Zahid Shaikat Ta k khun kore amr sarajibon jele thakte hole o ami raji.....
  • Jadu Shorafat ay pichasder puriye mara huk.rajakarer thay bangladeshe nay
  • Ahsan Ali Syed তোমার দুই মাসের জেল খাটার দরকার করে না । যদি প্রসিকিউশন কাদের মোল্লার বিরুদ্ধে আরো নতুন মামলা দেয় তবে এখন অনেক সাক্ষি পাওয়া যাবে যারা এর আগে জানের ভয়ে সাক্ষি দিতে পারে নি । এখন গন জাগরনের সামনে সাক্ষিরা সাহস পাবে । আর তা’ছাড়া আমরা জানি কাদের মোল্লা ইসলামি ছাত্র সংঘের নেতা ছিল । ‘ইসলামী ছাত্র সংঘ’ যদি ১৯৭১ সালে আল বদর বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয় (সংক্ষিপ্ত রায়ের অনুচ্ছেদ ৮ দ্রষ্টব্য), তাহলে এ সিদ্ধান্ত-নীতি বাস্তবায়নের দায়িত্বে কাদের মোল্লা অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করেছে। এটি আর প্রমাণের অপেক্ষা রাখে না যে, সে তার ইউনিটের সভাপতি হিসেবে আল বদরদের পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নে অধীনস্তদের সংগঠিত করেছে। অতএব, ১৯৭৩ সালের আইনের ৪(২) ধারা অনুযায়ী কাদের মোল্লার অপরাধের দায়বদ্ধতা শুধুমাত্র একজন ব্যক্তি হিসেবেই নয়, বরং একটি সংগঠিত বা অর্গানাইজড ইউনিটের নেতা হিসেবেও (Superior Responsibility) আনা দরকার ছিল। সংঘটিত অপরাধসমূহের দায়বদ্ধতা যদি একজন ব্যক্তি হিসেবে তার কম হয়েও থাকে, ইউনিটপ্রধান হিসেবে তার অপরাধের দায়বদ্ধতা ছিল অনেক বেশি। তবে বিজ্ঞ প্রসিকিউশন কাদের মোল্লার অপরাধের দায়বদ্ধতা শুধুমাত্র ১৯৭৩ সালের আইনের ৪(১) ধারা অনুযায়ী এনেছে। বিজ্ঞ প্রসিকিউশন ৪(২) ধারা অনুযায়ী কাদের মোল্লার উপর অপরাধের দায়বদ্ধতা অর্পণে ব্যর্থ হয়েছে। এখানে উল্লেখ্য যে, অপরাধের দায়বদ্ধতা ১৯৭৩ সালের আইনে ৪(১) এবং ৪(২) ধারা অনুযায়ী যুগপৎ আনা সম্ভব; এক্ষেত্রে আইনি কোনো নিষেধাজ্ঞা নাই। তাই হতাশ হবার কোন কারন দেখিনা । কাদের মোল্লা আপাতত: কিছুদিন মালির কাজ করুক । পরে নতুন মামলার আওতায় তার ফাঁসি নিশ্চিত করা হবে ।
  • Shah Giashuddin Cool ! I think we can share the job and may be couple hours in Jail ! Loved the idea !!
  • Rasel Ahmed http://www.facebook.com/photo.php?fbid=526406997402122&set=a.525843160791839.113334.525832910792864&type=1&theater
    Photo
    লজ্জাহীন ছাগুদের কি আরও কিছু বলার আছে...!!
    জয় বাংলা... ।।
  •  
    স্লোগানে স্লোগানে শাহবাগ আজ বিশ্বের সর্বাধিক তারুন্যের মিলনমেলা। সবাই আজ তরুন। আসুন দ্বিতীয় যুদ্ধে সামিল হই...
     
     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন