পৃষ্ঠাসমূহ

সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৩

শাহবাগে সাইবার যুদ্ধ ২৩

অনেকদিন পর ঠিক জায়গায় নিবাস গড়ল ওরা। খুব ভাল জায়গা, খুব ভাল জায়গা! হে খোদা ওখানে ওদের একটু সহি সালামতে রাখ। খাদ্যের কোন অসুবিধা যেন না হয়! একটু অপেক্ষা কর, আমার নাতী খুব তাড়াহুড়া করতেছে, ওর নাকি বর্জনের বেশ বেগ পেয়েছ! ও তো আবার যা পায় তাহা খায়, তাই ওর জিনিসের সুগন্ধটা একটু এদিক ওদিক হতে, মনে কোন কষ্ট নিও না.


  • Linkkon Tarikul Islam মা আমরা তোমার সন্তান আমরা তোমাকে পাপ মুক্ত করার জন্য দূর প্রবাস থেকে রাত যেগে আমাদের সামর্থ্য অনজাই অনলাইনে আমাদের দাবি তোলে দড়তে গিয়ে হুমকি আর গালি খাচ্চি তবও মা আমরা তোমাকে পাপ মুক্ত করবো এ আমাদের প্রতিজ্ঞা মা তুমি সুদও দোয়া কর আমাদের জন্য । ৩০ লক্ষ প্রানের বিনিময় তোমাকে স্বাধীন করছি আর এখন তোমাকে পাপ মুক্ত
    করার জন্য না হয় আমি লিঙ্ককন জীবন দিব তবও মা তোমাকে পাপ মুক্ত করব ...।
    তোমার আমার ঠিকানা --------------পদ্মা, মেঘনা, যমুনা ।
    মুক্তিযুদ্ধের হাতিয়ার -----------------গর্জে উঠো আরেক বার ।
    জামাত-শিবির রাজাকার-------- ------এই মুহুর্তে বাংলা ছার ।
    জয় বাংলা ---------------জয় বাংলা ।
  • Abdul M Khan Just flash it man don't need to look at dem, we don't want see any more their face
  • Shahbagecyberjuddho. শাহবাগে সাইবার যুদ্ধ the fire of new generation" vaia ra ai page er opoprochar bondho korun ,,,,sobai ,,,,,,ki likse asob ,,,,,,,,bangali hoea ,,,ban this page by reporting https://www.facebook.com/transform.Dhaka
  • Swapan Chakraborty একটা খুনের শাস্তি ফাঁসি, খুনী কাদের মোল্লা খুন করেছে ৩৬৮, তার ষুধু ফাঁসি হলেই হবে না-ফাঁসির পর তার মৃতদেহ চিড়িয়াখানায় পশুদের খাদ্য হিসাবে দিতে হবে...গোলাম আযম, সাঈদী, নিজামী, মুজাহিদ সহ সকল যুদ্ধাপরাধীদের একই বিচার হোক।। এটাই দাবী গণমানুষের--জেগেছে জনতা আজ--বিচার হবে যুদ্ধবাজ ---
  • Farid Uddin বিচারকরা রায় দেন আইন অনুযায়ী। অভিযোগ সত্য্য কি মিথ্যা সেটা সারা পৃথিবীর মানুষ জানলেও হবে না যতক্ষন পর্যন্ত না প্রসিকিউটররা অভিযোগ প্রমান করতে না পারবেন। এখন তরুনদের কি উচিত নয় সরকারকে জবাবদিহি করার প্রসিকিউটররা কেন ব্যর্থ হল ? আইন যারা সংশোধন করেছিল তারা কেন এত বড় ত্রুটি রেখেছিল ? যদি প্রসিকিউটররা-আইন সংশোধনকারীরা ইচ্ছাকৃত এই কর্মটি করে থাকেন তাহলে তাদেরকে কেন বিচারের আওতায় আনা হবে না ? জাফর ইকবাল বড় বড় বক্তৃতা করছেন অথচ সাক্ষী দিতে ট্রাইবুনালে গেলেন না। শাহবাগের মঞ্চে তবু তার ঠাঁই হল কি ভাবে?
  • Mohammad Saiman Kaha kam da ai da ki bala hoilo,are jaiga nai, marben to akto santi te maren,santi te nobel poroskar paiben........
  • Tanmay Dev @Farid Uddin, তোগো মতন আচোদা গুলা কোথ থেকে আইছে?? জাফর ইকবালের নামে কথা বলছ, অর সোনা চাটার যোগ্যতাও তো তোর নাই।।
  • Hannan Biswas Wash them away!!
  • Eliyas Ali sobrajakarder fashi cai

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন