পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৩

শাহবাগে সাইবার যুদ্ধ ৫৯

আন্দোলন রত ভাই-বোনেরা, আমি আজ এখনো শাহবাগে যেতে পারিনি। তাই একটা কথা শেয়ার করা দরকার। আমার মনে হয় আন্তর্জাতিক কাভারেজ পাবার জন্য আমাদের কিছু প্ল্যাকার্ড ইংরেজি ভাষায় লেখা দরকার। তাহলে খুব সহজেই আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বক্তব্য পৌছে যেতে পারবে। তবে আমি শুধু সম্ভাবনার কথা বলছি। ভাল দিক খারাপ দিক বিবেচনা করে নেবেন।

_Syed Mahbub Reza Mithun


Like · ·
  • 306 people like this.
  • Stochastic Rsi চমৎকার বলেছেন !!!
  • Talat Mahmod Mithu সকল রাজাকারের কবর উত্‍পাটন পূর্বক বঙ্গভূমিকে পবিত্র করা হোক ।
  • Rj Shuvo I am thinking ur plan....
  • Aurango Toab It's important!!!
  • Kaniz Afrin TisHa হাজার হাতে মশাল জ্বলে
    দীপ্ত ক্রোধ
    ঘৃণার আড়ালে হারিয়ে গিয়েছে
    আজকে শোক
    দৃপ্ত শপথে ঘোষণা তাই
    ’রাজাকারের ফাসি চাই ’।।
    Razakar Razakar
    A Mohotta Bangla Char.
    Tumar Amar Thikana
    Padha Meghna Jamuna...
  • Antu Dhar Good idea...& gd duty....improve er jonno english ken...urdu teo likte parbo...
  • Ehsan Rahman Zia not only placards,...my suggestion wud remain tht who ever of us are posting the movement-related updates, news links, vdo-still photo in fb/twitter, can also write a line or two in english in the title...so tht the non-bengali-speaking fb friends of us wud at least get a vibe of whatz going on here in Bd...wht do u think?
  • Asma Hasan এটার যেমন অনেক ভালো দিক আছে, তেমনি আবার কিছু দেশ মৃত্যু-দন্ড কে সাপোর্ট করেনা সেই দিকটাও ভাবা দরকার. এইটা আমাদের সব বাঙালির(যদি মনে-প্রাণে হয় আর কি) প্রানের দাবি, ভিনদেশীরা সেভাবে ব্যাপারটা ফিল নাও করতে পারে!
  • Emon Raihanul Islam i disagree.
    media coverage er jonya ei andolon noy..
  • Stochastic Rsi উইকিপিডিয়াতে শুরু করে দেয়া হয়েছে শাহবাগ স্কয়ারের বিক্ষোভের উপরে এই পেইজটি। দয়া করে এটিকে সমৃদ্ধ করুন। উইকিতে আগে লেখার অভিজ্ঞতা না থাকলে আলাপ পাতায় গিয়ে মন্তব্য করতে পারেন আর এখানে কী কী যোগ করা দরকার তা জানাতে পারেন। আলাপ পাতার লিংক এটা - http://en.wikipedia.org/wiki/Talk:2013_Shahbag_Protest

    আর উইকির এই নিবন্ধের লিংক টুইটার ও ফেইসবুকে শেয়ার করুন, এগুলা ইন্টারন্যাশনাল মিডিয়ার চোখে পড়া দরকার, জামাতের এজেন্ট সাংবাদিকেরা ভুয়া রিপোর্ট পাঠাতে পারে, কিন্তু উইকিতে আমরা সঠিক কথা সত্যি কথা লিখতে পারি, দুনিয়াকে জানাতে পারি যুদ্ধাপরাধের বিরুদ্ধে আম-জনতার এই বিক্ষোভের কথা।
  • Rajon Sarker এটি অবশ্যই দরকার। বিশ্ব জনমত দরকার বৈকি।
  • Antu Dhar Akther Hussan- 2ra kankir puth...2ra kankir puth....
  • Piff Ahmed I agree to the proposal totally!! Those(non bengali speakers) who have seen any post comment or vdo at fb or at any other social network, wants to know exactly what is happening...
    & @emon raihanul bro, true this demonstration is not purposed towards hot media issue, but whether we want it or not, SHAHBAGH SQUARE is one of the most read news if not THE MOST read ... It is already a worldwide news
  • Ehsan Rahman Zia 1971 e concert for bangladesh kintu international media attention draw korechhilo...and it helped in favor of our freedom fight....
  • Moushumi Hossain plz dont say shahbag squre say Projonmo Squre.....and yaa i agree atleast some plackard must be writtn in english..
  • Hadiuzzaman Palak agree to moushumi. bcz we dont want copy from tahri square. projonmo spuare is the best.
  • Jewel Roy yes u r ri8..
  • Tanmoy Sarker এই ছাগুরবাচ্চা গুলোর সব জায়গায় ম্যা ম্যা করতেই হবে, আর কত কাঠাল পাতা খাবি…
  • Afsar Rayhan ক্ষমতাসীন দলের কয়েকজন রাজাকার ও
    যুদ্ধাপরাধীদের তালিকা :
    ১) খন্দকার মোশাররফ হোসেন। লেবার মিনিষ্টার
    এবং হাসিনার বিয়াই, ৭১ সালে তার বাড়িতেই
    পাকবাহিনীর ক্যাম্প ছিলো। এই মোশারফের
    বাবা ছিলেন ফরিদপুরের শান্তি কমিটির চেয়ারম্যান।
    ২) স্বরাষ্ট্রমন্ত্ রী মহিউদ্দিন খান আলমগীর…
    ১৯৭১ সালে যুদ্ধের ৯ মাস ময়মনসিংহে অতিরিক্ত
    জেলা প্রশাসক (জেনারেল) ছিলেন। পাকিস্তান
    রক্ষার জন্য রাজাকার বাহিনী নিয়োগ কর্তা ছিলেন
    (বলেছেন বঙ্গবীর কাদের সিদ্দীকি বীর উত্তম)।
    ৩) এইচ এন আশিকুর রহমান…… আওয়ামীলীগের
    কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও
    বর্তমানে রংপুর-৫ আসনের এমপিএবং অনুমিত
    হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি..
    ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে আশিকুর
    টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক
    হিসাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজাকার
    বাহিনীর প্রতিষ্ঠাতা।
    ৪) সাজেদা চৌধুরী …সংসদ উপনেতা ও শেখ হাসিনার
    ফুফু। পাকিস্তানের গেজেট করা রাজাকার।
    ৭/৮/১৯৭১ তারিখের পাকিস্তান সরকারের
    গেজেটবদ্ধ।
    ৫) এ ছাড়া ১৯৯৬ এর কেবিনেটে জামালপুরের নুরু
    রাজাকারকে ধর্মপ্রতিমন্ত্র ী বানিয়েছিলো হাসিনা।
    ৬) দিলিপ বড়ুয়া ৭১ এ পাকিস্থানের পক্ষে ছিল,
    তিনি বলেছিলেন ৭১এর যুদ্ধ হচ্ছে দুই কুত্তার
    কামড়-কামড়ি।
    শুধু জামাত শিবির না , এসব রাজাকারেরও বিচার
    হওয়া উচিত । আওয়ামীলিগ করে বলে এদের বিচার
    না করার যৌক্তিকতা কি ?
    মুক্তি যুদ্ধের তথাকথিত ধারক বাহক দের
    কাছে আমার প্রশ্ন, বর্তমানে আওয়ামী ও বাম
    রাজনীতির এই সমস্ত রাজাকার দের বিচার
    আপনারা চাইবেননা কেনো ?
    আমার তো মনে হচ্ছে কাদের মোল্লা, সাঈদি ,
    নিজামি, আজম রা যদি ওলামালীগ
    করতো,তাহলে তারা কখনো রাজাকার হিসেবে চিহ্নিত
    হত না।
  • Rawnak Jahan Aunto শুধু প্ল্যাকার্ড না, আন্দোলনের ছবি যতগুলো সাইটে শেয়ার করা হচ্ছে/হবে সেগুলোর ক্যাপশন অথবা ফটোস্টোরি বাংলার সাথে সাথে ইংরেজিতেও লেখা দরকার যাতে সবাই বুঝতে পারে...
  • Biborno Bornil kichu madari ke laitthaya thik kora uchit. salara chagumi suru korse.
  • Shakera Tasnim Era J ektu age ekta list dilo.......sha may be eta jane na...oi list er kichu kotha shotti holew shob true na.... 71 a onek buddhijibi k gzt a shoi korano hoicilo..shahid jononi jahanara imam er ekattorer din guli boi ta porle tader name jana jaay...secondly bongobir kader siddiki jeta bolcen sheta tini prove koren nai..eto din bolen o nai..tader name a kew mamla kore nai... Korle definately tader o shasti chai..thirdly eder moddhe j real koyjon razakar ache tara kew media k ghore deke niye bolen nai tara razakar..tader ghonta ta korbe kew! Saka,golam ajom er moto atmoshikrito razakar na! But tobuo shob razakar er shasti chai..shasti deya uchit..kintu eta k jodi kew pura razakarder leading a chola ekta dol k bachanor jonne kore thake then no way!!!!shei shujog deya hobe na!
  • Shakera Tasnim Era R admin bro...i really agree with u.....
  • Joy Mazumder এই ছাগুর বাচ্চারা এখনও রাজাকারদের হয়ে জয়গান করে ছন্দ চোদায় শুয়োরের বাচ্চারা
  • Joy Mazumder রাজাকারের লিষ্ট কর ভাল কথা.আপনারা বলতে কি বোঝাতে চায়?ও কি রাজাকারের বিচার চায় না?ও কি তাহলে আন্দলনের বিপহ্মে?ওতাহলে রাজাকারের বাচ্চা?ছাগুরা ভাল হও এখনও সময় আছে.নইলে পরে তোমাদের অবস্থা.....
  • Joy Mazumder এই ছাগুর বাচ্চারা এখনও রাজাকারদের হয়ে জয়গান করে ছন্দ চোদায় শুয়োরের বাচ্চারা
  • Ochin Pakhi Amra already English a lekha suru korechi...
  • Nusrat Tonwy exactly.. I agree
  • Nazara Numary Megha Xactly.... Idea ta kb e valo and effective!!! We must do it !!!
  • Jadu Shorafat antor jatik diye bal hobe,amader jati,amader matha betha,ty amader mathabetha,amader komate hobe,amader mathabetha,somogro rajakar ra o tader dalal raaa,ader rokhanay,
  • Moner Kotha ১০০% ঠিক
  • Bhanjan Basak রেজা ভাই, ভাল বলেছেন........
  • Khalilullah Jibon koek din dhorei bole asci....at least 50% placard english thaka uchit....jegulate clearly fashir dabita bujha jay....
  • Amit Roy It's a efective idea!! reza vai u must carry on..don't worry bro, we also appreciate ur idea...
  • Moinul Islam Chy I Agree With U.100%Right.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন